রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


সিংড়ায় পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু


প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০১৯ ০৬:৪০

আপডেট:
১১ ডিসেম্বর ২০১৯ ০৭:০১

ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলায় পুকুরে ডুবে ভাই ও বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো– কাউছার হোসেন ও মিম খাতুন।


মঙ্গলবার সকাল ১০টার দিকে সিংড়া পৌর শহরের দমদমা-হাঁড়িগাড়ায় বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত শিশু কাউছার হোসেন একই এলাকার শামীম হোসেনের ছেলে ও মিম খাতুন দিনমজুর মিঠুন আলীর মেয়ে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।

স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার সকালে শিশু দুটি সবার অজান্তে বাড়ির পাশে এন্তাজ আলীর একটি কচুরিপানাভর্তি পরিত্যক্ত পুকুরে পড়ে ডুবে যায়।

পরে বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরের কচুরিপানার মধ্যে একটি সেন্ডেল ভাসতে দেখে। পরে তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া আকতার তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় প্রতিবেশী ডলি বেগম জানান, শিশু কাউছার হোসেনের বাবা শামীম হোসেন একজন দৃষ্টি প্রতিবন্ধী এবং শিশু মিম খাতুন দিনমজুর মিঠুন আলীর ছোট মেয়ে। পরিবারের লোকজন কাজে ব্যস্ত থাকায় সবার অগোচরে তারা খেলার ফাঁকে পানিতে পড়ে ডুবে যায়।

সিংড়া থানার ওসি নুর-এ আলম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top