রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


সংঘবদ্ধভাবে ল্যাপটপ চুরি, গ্রেফতার ৩


প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৬

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:১৬

ছবি: গ্রেফতার আসামিরা

নাটোরের গুরুদাসপুরে ছয় ল্যাপটপসহ চোর চক্রের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সিরাজগঞ্জ জেলার সলংগা ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ফুফুর লাশ নিয়ে ফেরার পথে নিজেই লাশ হলেন যুবক

এর আগে গত ২৮ আগস্ট গুরুদাসপুর থানায় ল্যাপটপ চুরির অভিযোগ করেন গুরুদাসপুরের খুবজীপুর গ্রামের আবু সাঈদ নামের এক ব্যক্তি।

গ্রেফতাররা হলেন- সলংগা থানার চড়িয়া কালিপাড়া গ্রামের মোঃ রুবেল রানা (২৩), মোঃ আনিসুর রহমান (২৩) এবং গুরুদাসপুরের আনন্দনগর গ্রামের মোঃ সাহেব আলী (২৭)। এসময় তাদের কাছ থেকে ছয়টি চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, গ্রেফতারদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

 

 

আরপি/এসআর-০৮


বিষয়: গ্রেফতার


আপনার মূল্যবান মতামত দিন:

Top