স্বামীর ওপর অভিমানে গলায় ফাঁস দিলেন গৃহবধূ

নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে তৃপ্তি খাতুন (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
শুক্রবার (৭ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদহা গ্রামে এ ঘটনা ঘটে। তৃপ্তি একই গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ঋণে জর্জরিত হয়ে পড়েন শফিকুল ইসলাম। এনিয়ে তার স্ত্রী তৃপ্তি খাতুনের পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে শুক্রবার বিকালে স্বামীর ওপর অভিমান করে নিজ ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরপি/এসআর-০৯
বিষয়: আত্মহত্যা
আপনার মূল্যবান মতামত দিন: