লালপুরে মেডিকেয়ার জেনারেল হাসপাতালের উদ্বোধন

নাটোরের লালপুরে বিশেষজ্ঞ চিকিৎসক এবং উন্নত প্রযুক্তির ব্যবস্থাপনায় স্বল্প খরচে আধুনিক স্বাস্থ্যসেবায় সেবায় নতুন এক অধ্যায়ের সূচনা করলো মেডিকেয়ার জেনারেল হাসপাতাল।
মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট সংলগ্ন হাসপাতালটি উদ্বোধন করা হয়।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রাজ্জাক, ডাঃ মাহামুদুর রহমান সাগর, মেডিকেয়ার জেনারেল হাসপাতালের পরিচালক সাহিদুর রহমান প্রমুখ।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক সাহিদুর রহমান বলেন, আমাদের এখানে বিশেষজ্ঞ চিকিৎসক এবং উন্নত প্রযুক্তির ব্যবস্থাপনায় এ অঞ্চলের রোগীরা উন্নত স্বাস্থ্য সেবা পাবেন। হাসপাতাল নিয়ে আমাদের বাণিজ্যিক চিন্তা ভাবনা নাই। সব শ্রেণীর মানুষকে স্বল্প খরচে আধুনিক চিকিৎসাসেবা দিতে আমরা বদ্ধ পরিকর।
আরপি/এসআর-১২
বিষয়: উদ্বোধন
আপনার মূল্যবান মতামত দিন: