রাজশাহী বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬, ১৬ই মাঘ ১৪৩২


রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কা, প্রাণ গেল নারীর


প্রকাশিত:
২৪ মার্চ ২০২৩ ২২:৪২

আপডেট:
২৮ জানুয়ারী ২০২৬ ১২:১১

ছবি: রাজশাহী পোস্ট

নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহি বাসের ধাক্কায় নাজমা বেগম (৫১) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাজিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমা একই উপজেলার বামনকোলা গ্রামের সাইদুল খাঁর স্ত্রী।

বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের হাজির হাট এলাকায় সড়ক পার হচ্ছিলেন নাজমা বেগম। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমা বেগম মারা যায়। পরে বাস থামিয়ে চালক ও তার সহকারী পালিয়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। নাজমা বেগমের মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 

 

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top