রাজশাহী বৃহঃস্পতিবার, ১০ই অক্টোবর ২০২৪, ২৬শে আশ্বিন ১৪৩১


লালপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


প্রকাশিত:
১২ মার্চ ২০২৩ ০৩:৪৭

আপডেট:
১০ অক্টোবর ২০২৪ ২০:৩২

ছবি: সংগৃহীত

নাটোরর লালপুরে ইট পরিবহণ গাড়ী (কুত্তাগাড়ি) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামীম (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১১ মার্চ) সকাল ১০ টার দিকে ওয়ালিয়া ইউনিয়নের ওয়ালিয়া-দয়রামপুর সড়কের ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম সিংড়া উপজেলার কেতাবাড়ি গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম বলেন, নিহত শামীম ওয়ালিয়া থেকে মোটরসাইকেল যোগে দয়রামপুরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা কুত্তাগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং কুত্তাগাড়িটি জব্দ করে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top