রাজশাহী শুক্রবার, ৩১শে অক্টোবর ২০২৫, ১৭ই কার্তিক ১৪৩২


লালপুরে মাদকসহ চার যুবক গ্রেফতার


প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২২ ১০:০৬

আপডেট:
৩১ অক্টোবর ২০২৫ ১৯:৫৮

ছবি: গ্রেফতার আসামিরা

নাটোরের লালপুরে মাদকসহ ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের মোহাম্মদের ছেলে সেলিম (৩২), শ্রীনিল কুমার কেরির ছেলে রাজকুমার কেরি (২৫), চকবাদেকুল গ্রামের লুৎফর রহমানের ছেলে স্বপন আলী (২২), পাশ্ববর্তী বাঘা উপজেলার পাকুরিয়া গ্রামের কামালের ছেলে আমিরুল (৩৮)।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার আসামিসহ ৪ জনকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top