লালপুরে সড়কবাতি স্থাপন কাজের উদ্বোধন
 
                                নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায় এক কোটি টাকা ব্যায়ে সড়কবাতি স্থাপনের কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে পৌরসভার তোফাকাটা মোড়ে পোলসহ আধুনিক সোলার সড়কবাতি স্থাপনের উদ্বোধন করেন গোপালপুর পৌরসভায় মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি বলেন, উদ্বোধনকৃত রাস্তাসমূহের মত পৌরসভার বাকি রাস্তাগুলোও ধীরে ধীরে আলোকিত হবে। নাগরিক স্বাচ্ছন্দ ও নিরাপত্তা নিশ্চিতে এবং শতভাগ আলোকিতকরণের লক্ষ্যে আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, বিভিন্ন ওয়ার্ডে সড়কবাতি স্থাপনে এক কোটি টাকার প্রকল্পের আওতায় ৭৫ টি পোলসহ সড়কবাতি স্থাপনের কাজ শুরু হয়েছে। এ বছরের মধ্যে আর ৪শ লাইট বিভিন্ন স্থাপন করার পরিকল্পনা রয়েছে। এসব সড়কবাতি শহরকে আলোকিত করবে।
এসময় অন্যানের মধ্যে পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমীন, পৌরসভার সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, প্যানেল মেয়র ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন, ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
আরপি/এসআর
বিষয়: সড়কবাতি স্থাপন লালপুর

 
                                                    _Pic-16.10.2021-2021-11-16-17-14-41.jpeg) 
                                                     
                                                     
                                                    -2019-09-11-21-35-05.jpg) 
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: