রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


লালপুরে নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
১০ নভেম্বর ২০২২ ০৪:৩৯

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:১৯

ছবি: সভা

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নগর সমন্বয় কমিটি (টিএলসিসি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার গোপালপুর পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি বলেন, লোকাল গভমেন্ট কোভিড-১৯ রিসপন্স ও রিকভারি প্রেজেক্টের আওয়াতায় অবকাঠামো নির্মাণ, পানি, স্যানিটেশন, স্বাস্থ্য উন্নয়নে কাজ করা হবে। আগামী অর্থ-বছরের মধ্যে পাঁকাকরণের জন্য পৌর এলাকায় আর কোন রাস্তা খুঁজে পাওয়া যাবে না। পৌরবাসীর বিনোদনের খোড়াক মিটাতে পৌর পার্কের নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া পৌরসভাকে আলোকিত করতে ইতিমধ্যে সোলার লাইট বসানোর কাজ শুরু হয়েছে।

এসময় গোপালপুর পৌরসভার মেয়র ও টিএলসিসি কমিটির সভাপতি রোকসানা মোর্ত্তজা লিলির সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমীন, পৌরসভার সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন, মহিলা কাউন্সিলর মমতাজ বেগম প্রমূখ।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top