লালপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নাটোরের লালপুরে মাদক কেনা-বেচার সময় ১৫০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কেশবপুর গ্রামের আকতার ডেগীর ছেলে স্বপন (৪০) ও চকনাজিরপুর গ্রামের চান্দু সরদারের ছেলে রাশেদুল ইসলাম (৩৮)।
এবিষয়ে লালপুর থানার ওসি মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে উপজেলার গোপালপুর তোফা কাটা মোড়ে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়, এসময় তাদের কাছে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট, একটি নীল রঙের একটি মটর সাইকেল জব্দ করা হয়।
এঘটনায় লালপুর থানায় তাদের নামে মাদক আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আরপি/ এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: