রাজশাহী সোমবার, ২০শে জানুয়ারী ২০২৫, ৮ই মাঘ ১৪৩১


লালপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ


প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২২ ০২:৪৭

আপডেট:
২০ জানুয়ারী ২০২৫ ১৯:২২

ফাইল ছবি

নাটোরের লালপুরে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজুর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৫ অক্টেবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার নিমতলী এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন ওই ইউনিয়ন পরিষদের ৫ জন সদস্য।

এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রজব আলী। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আজাবুল হোসেন, সাজেদুল ইসলাম, মিজানুর রহমান ও সংরক্ষিত সদস্য লতিফা বেগম।

লিখিত বক্তব্যে তারা বলেন, বর্তমান চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু নির্বাচিত হওয়ার পর থেকে অদ্যাবধি সকল কর্মকাণ্ডে সেচ্ছাচারিতা করছেন। ৪০ দিনের কর্মসূচি, হাট ইজারাতে অনিয়ম, জন্মসনদ ও ওয়ারিস সনদ, ট্রেড লাইসেন্সের জন্য অতিরিক্ত অর্থ আদায় করে আসছেন।

এছাড়া ইউনিয়নের হোল্ডিং কর ৭ লাখ টাকা আদায় করা হলেও ব্যাংকে জমা করা হয়েছে মাত্র ৩ লাখ টাকা। সম্প্রতি সয়রাত মহল ১ বছরের জন্য ইজারা দিয়ে এক ব্যক্তির থেকে ৪ লাখ ৮০ টাকা নিয়েছেন। উন্নয়ন কর্মকাণ্ডের টাকা বিনা রেগুলেশনে আত্মসাত করেছেন। এতে তারা জনগনের ভোটে নির্বাচিত হয়েও জনগণের প্রাপ্য সুযোগ সুবিধা দিতে পারছেন না বলে জানান ওই ইউপি সদস্যরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু বলেন, রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক অভিযোগ আনা হয়েছে।

এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা বলেন, বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরপি/ এসএইচ 01



আপনার মূল্যবান মতামত দিন:

Top