লালপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের নয়া কমিটি গঠন

নাটোরের লালপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপজেলা কমিটির নয়া গঠন করা হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট লালপুর উপজেলা কমিটিতে প্রভাষক সাহীন ইসলামকে সভাপতি ও সালাউদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) বিকালে উপজেলার চংধুপইল ইউনিয়ন পরিষদের হলরুমে এই কমিটি ঘোষণা করা হয়।
এসময় চংধুপইল ইউপি চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের নাটোর জেলা শাখার সভাপতি এ্যাড. সোহেল রানা। এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির অর্থ সম্পাদক সুবীর বর্ধন মুন, নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম প্রমূখ।
নয়া কমিটিতে অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এএম রায়হান, আশরাফুল ইসলাম বাবলু, রেজাউল করিম, যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন, মিঠুন আলী, সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক সজিবুল ইসলাম হৃদয়, দপ্তর সম্পাদক শিমুল আলী, নির্বাহী সদস্য শোভন আমিন, ফজলুর রহমান, আব্দুর জব্বার সুজন, ইফতেখার আলম, মিঠুন ইসলাম, মনিরুজ্জামান মনি, রাশেদুল ইসলাম, হাসনাত জাহান তৃপ্তি, সজিব সরকার শাওন।
আরপি/ এসএইচ ০৯
বিষয়: নাটোর
আপনার মূল্যবান মতামত দিন: