রাজশাহী রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১


লালপুরে ইঁদুর মারা ফাঁদে প্রাণ গেল কৃষকের


প্রকাশিত:
১০ অক্টোবর ২০২২ ০১:৩৯

আপডেট:
১০ অক্টোবর ২০২২ ০১:৪১

সংগ্রহীত

নাটোরের লালপুরে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে দীপক কুমার সরকার (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই কৃষক একই এলাকার মৃত নরেন সরকারের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকালে দীপক তার নিজ জমিতে বিষ প্রয়োগ করতে যায়। এসময় পাশের জমির মালিক আহাদ আলীর ছেলে আকরাম হোসেন ইঁদুর মারার জন্য গুনা দিয়ে ফাঁদ পেতে পাতা দিয়ে ঢেকে রাখেন। এসময় দীপক যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা গিয়ে জমিতে পড়ে থাকে। রাত হয়ে গেলেও দীপক বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে জমির পাশে ইদুর মারা ফাঁদে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরপি/ এসএইচ ০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top