রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


নাটোরে ২০টি সাদা বক পাখি উদ্ধার


প্রকাশিত:
৫ অক্টোবর ২০২২ ০২:৫৫

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৪৭

ফাইল ছবি

চলনবিল অধ্যুষিত নাটোরের গুরুদাসপুরে শিকারির ফাঁদ থেকে উদ্ধার হওয়া ২০টি সাদা বক পাখি মুক্ত আকাশে অবমুক্ত করেছে পরিবেশকর্মীরা।

মঙ্গলবার (৪ অক্টোবর)  কাঁকডাকা ভোরে উপজেলার প্রত্যন্ত অঞ্চল খুবজীপুর উত্তরপাড়া মাঠে গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করে পরিবেশকর্মীরা। এসময় পাখি শিকার করা ৭টি ফাঁদ (কিল্লা ঘর) ধ্বংস করা হয় এবং ২০টি সাদা বক পাখি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পাখি গুলো মাঠের মধ্যেই অবমুক্ত করা হয়।

গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান জানান, মঙ্গলবার ভোরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে খুবজীপুর উত্তরপাড়া মাঠে যায় পরিবেশকর্মীরা। এ সময় ৭টি পাখি ধরার ফাঁদ ঘর থেকে ২০টি বক পাখি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, পরিবেশকর্মীদের দেখে শিকারীরা পালিয়ে যায়। পরে বিশেষ কায়দায় খেঁজুরপাতা,কলাপাতা ও বাঁশের কুঞ্চি দিয়ে তৈরি ৭টি পাখি ধরার ফাঁদ (কিল্লা ঘর) ধ্বংস করা হয়। প্রতিদিন পরিবেশকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করলেও পাখি শিকারীদের দৌরাত্ম কমছে না। তবে প্রশাসন পরিবেশকর্মীদের সহযোগিতা করলে এই অভিযান গুলো আরো সফল ভাবে সম্পুন্ন করা যাবে।

এসময় উপস্থিত ছিলেন, গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, পরিবেশকর্মী মনির হোসেনসহ স্থানীয়রা।

আরপি/ এসএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top