লালপুরে পূজা মন্ডপ পরিদর্শনে ডিসি-এসপি

নাটোরের লালপুরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নাটোর জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ ও পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান।
রোববার (০২ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন দূর্গা পূজা মন্ডপে সার্বিক পরিস্থিতি তাঁরা পরিদর্শন করেছেন ।পরিদর্শন কালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় পূজার শুভেচ্ছা বিনিময় করেন। নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এসময় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, জাতির পিতার বাংলায় হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতির মিল বন্ধন শারদীয় দূর্গা উৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসব মূখর পরিবেশে এ উৎসব উদযাপনে জেলা প্রশাসন ও পুলিশ একসাথে কাজ করছে।
পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে সকলে মিলে উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে সনাতন ধর্মাম্বলীরা দুর্গোৎসব পালন করছে। এবং এউৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পূজামন্ডপে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য আরিফুল ইসলাম উজ্জল বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় 'ধর্ম যার যার রাষ্ট্র সবার' এই নীতিতে বিশ্বাসী শেখ হাসিনার বাংলাদেশ। যার বাস্তব উদাহরণ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে পালন করছে। এছাড়া প্রতিটি পূজামন্ডপে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগসহ মুজিব আদর্শের সৈনিকরা সচেষ্ট রয়েছে।
পরিদর্শনকালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রসাদ কুমার তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহসিন, লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান প্রমূখ।
আরপি/ এসএডি-01
বিষয়: লালপুর দূর্গোৎসব ডিসি-এসপি
আপনার মূল্যবান মতামত দিন: