রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


লালপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে এক তরুণের আত্মহত্য


প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২২ ০৩:৪৯

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১২:০১

সংগৃহিত

নাটোরের লালপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে শাহাজালাল (১৭) নামের এক তরুণ আত্মহত্যা করেছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টায় উপজেলার মহারাজপুর গ্রামে এঘটনা ঘটে। ওই তরুণ একই এলাকার রফিকুল ইলামের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট খায় শাহাজালাল। পরিবারের লোকজন বুঝতে পেরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন। পরে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এবিষয়ে লালপুর অফিসার ইনচার্জ (ওসি) মোনোয়ারুজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

আরপি/ এসএইচ 



আপনার মূল্যবান মতামত দিন:

Top