রাজশাহী রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৫শে অগ্রহায়ণ ১৪৩১


লালপুরে চোলাইমদসহ ৫ মাদক কারবারি গ্রেফতার


প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২২ ২৩:৩২

আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ২০:৩৬

সংগৃহিত

নাটোরের লালপুর উপজেলার বড়বাহাদিপুর এলাকা থেকে চোলাইমদসহ ৫ মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

গ্রেপ্তারকৃত হলেন, একই এলাকার শুকলার শ্যামপদ পাহাড়ী ও তার ছেলে বিকাশ পাহাড়ী, শ্রীপদ পাহাড়ীর ছেলে সুদীর পাহাড়ী ও তার ছেলে বিনোদ পাহাড়ী এবং ঈশ্বরদী উপজেলার মুলাডুলী ফার্মের রমেশ বিশ্বাসের ছেলে সুনীল বিশ্বাস।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার সকাল ৬ টা থেকে ৯ টা পযন্ত উপজেলার বড়বাহাদীপুর পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার ৯শ লিটার চোলাইমদসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে। তারা বেশ কিছুদিন ধরেই চোলাইমদ সংরক্ষণ ও মাদকসেবীদের কাছে নিয়মিত বিক্রয় করে আসছিলেন। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

আরপি/ এসএইচ 



আপনার মূল্যবান মতামত দিন:

Top