রাজশাহী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


লালপুরে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্ত ৬


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২২ ০১:২৬

আপডেট:
১৫ সেপ্টেম্বর ২০২২ ০১:২৯

ছবি: ডেঙ্গু রোগীদের চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ

নাটোরের লালপুরে কয়েকদিনের টানা বৃষ্টিতে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গত কয়েকদিনে ৬জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর ) দুপুরে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করে ডেঙ্গু রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন।

এসময় তিনি, কয়েকদিনের বৃষ্টিতে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি হওয়ায় সবাইকে আতংকিত না হয়ে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশসহ বাসার ছাদ পরিষ্কার রাখতে আহবান জানান। এছাড়া বেশি বেশি তরল খাবার খাওয়ার জন্য পরার্মশ দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শাহাবউদ্দিন প্রমুখ।

 

আরপি /এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top