রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


লালপুরে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২২ ০১:৩১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:৩৭

নাটোরের লালপুরে পৃথক অভিযানে ১ কেজি গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিলামাড়িয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদক আইনে লালপুর থানায় মামলা হয়েছে। সোমবার গ্রেপ্তারকৃতদের নাটোর আদালতে পাঠানো হয়েছে।
এরা হলেন- উপজেলার মোহরকয়া নতুনপাড়া গ্রামের আজিম উদ্দিনের স্ত্রী সকিনা বেগম (৫০), মোমিনপুর গ্রামের মাসুদ রানা (৩২), শিমুল হোসেম (২৪), শরিফুল হোসেন (৩২), মু্ক্তার হোসেন (২৪), ইশতিয়াক আহমেদ (২৩), মোহরকয়া পূর্বপাড়া গ্রামের রেজাউল করিম (৩৬)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, মোহরকয়া এলাকা থেকে গাঁজা বিক্রির সময় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় লালপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top