রাজশাহী শনিবার, ১০ই জুন ২০২৩, ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩০


লালপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু


প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২২ ২১:২১

আপডেট:
১০ জুন ২০২৩ ০০:৩১

সংগৃহিত

নাটোরের লালপুরে ডোবার পানিতে ডুবে শিমলা (৪) ও মঈন (৩) নামে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের জুকাদহ গ্রামে এ ঘটনা ঘটে। শিমলা একই গ্রামের শিপনের মেয়ে ও তার সহদর রিপনের ছেলে মঈন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই নিখোঁজ ছিল শিমলা ও মঈন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানিতে তাদের ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে পাশ্ববর্তী ঈশ্বরদী উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব‍্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান।

 

আরপি/ এসএইচ 



আপনার মূল্যবান মতামত দিন:

Top