রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


চিনি উৎপাদনের হার বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২২ ০৬:০৭

আপডেট:
৬ সেপ্টেম্বর ২০২২ ০৬:০৯

ছবি: বক্তব্য রাখছেন চেয়ারম্যান (গ্রেড-১) বিএসএফআইসি আরিফুর রহমান অপু

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেডে ২০২২-২০২৩ রোপণ মৌসুমে আইএপি লক্ষ‍্যমাত্রা অনুযায়ী আখ রোপণ অর্জন ও মিলের চিনি উৎপাদনের হার বৃদ্ধির লক্ষে পরিষ্কার- পরিচ্ছন্ন আখ সরবরাহে আখ চাষীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের ট্রেনিং কমপ্লেক্সে কৃষি বিভাগের আয়োজনে এক মতবিনিময় সভায় মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান (গ্রেড-১) বিএসএফআইসি, সদর দপ্তরের আরিফুর রহমান অপু।

এতে স্বাগত বক্তব্য রাখেন অত্র মিলের মহা ব্যবস্থাপক (কৃষি) আমিনুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ আখ চাষী সমিতির সভাপতি সাবেক অধ‍্যক্ষ ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক বাবু সুকুমার রায় সরকার,শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুল মমিন,আখ চাষী আলহাজ্ব তফিল উদ্দিন প্রমুখ।

 

আরপি/ এসআই-১



আপনার মূল্যবান মতামত দিন:

Top