রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


গুরুদাসপুরে উপজেলা বিএনপির বিক্ষোভ ও সমাবেশ


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২২ ০৪:৪১

আপডেট:
২৩ আগস্ট ২০২২ ০৪:৪২

ছবি: প্রতিনিধি

সরকার কর্তৃক জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্য মূল্য বৃদ্ধি এবং পুলিশ কর্তৃক ছাত্রনেতা হত্যার প্রতিবাদে দেশব্যাপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষাভ মিছিল ও সমাবেশ করেছে গুরুদাসপুর উপজেলা বিএনপি।

সোমবার (২২ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নে নয়াবাজারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির সদস্য আফতাব হোসেন, ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন।

সমাবেশে বক্তারা বলেন দেশ আজ কঠিন কান্তিকাল অতিক্রম করছে। সব কিছুর দাম বেশি। খেটে খাওয়া মানুষদের জীবন চলাই দায় হয়ে পরেছে। দ্রত নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিয়ে দেশকে এই কান্তিকাল থেকে উত্তরন করার আহবান জানান তারা।

আরপি /এসএডি-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top