লালপুরে স্বপ্নের ঘর পেল ১০৫ পরিবার

নাটোরের লালপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহার রঙিন সেমিপাকা ঘর পেল ১০৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার। স্বপ্নের ঘর পেয়ে উচ্ছাসিত তারা।
বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১২ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিল হস্তান্তর মধ্যে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
ভিডিও কনফারেন্সের শেষে লালপুর উপজেলার ১০৫ সুবিধাভোগী পরিবারের মধ্যে জমির দলিল তুলে দেয়া হয়।
এ সময় লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বষাক, উপজেলা প্রকৌশলী মাহবুবউল হক প্রমুখ।
আরপি/ এসএইচ
বিষয়: প্রধানমন্ত্রী
আপনার মূল্যবান মতামত দিন: