জমি নিয়ে দ্বন্দ্ব!
বড় ভাইকে কুপিয়ে রক্তাক্ত করলো ছোট ভাই
নাটোরের গুরুদাসপুরে পারিবারিক জমি-জমা সংক্রান্ত জেরে আপন বড় ভাইকে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার চাপিলা ইউনিয়নের খামারপাথুরিয়া গ্রামে। গুরুত্বর আহত তোতা মিয়াকে (৭২) রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, খামার পাথুরিয়া গ্রামের মৃত লজিমুদ্দিনের বড় ছেলে আহত তোতা মিয়া। পারিবারিক অল্প একটু জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ মেঝো ভাই বাবলু মিয়া (৫৫), ছোট ভাই মটু মিয়া ও ভাতিজা রুবেলের সাথে দ্বন্দ চলে আসছিলো। সেই জেরেই সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে দেশিয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় তোতা মিয়ার ওপর।
ঘটনাস্থলেই তোতা মিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে যায়। পরে তার প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্তদের মুঠোফনে একাধিকবার ফোন করলেও কেউ রিসিভ করেনি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরপি/এসএইচ
বিষয়: নাটোর গুরুদাসপুর কুপিয়ে রক্তাক্ত
আপনার মূল্যবান মতামত দিন: