রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


নাটোরে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


প্রকাশিত:
২৬ মে ২০২২ ০৩:৫৯

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:৪৪

ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার (২৫মে) দুপুরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নুরে আলম ফিলিং স্টেশনের (তরমুজ পেট্রোল পাম্প) কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বারেক পাবনা জেলার বাহিরচর গ্রামের মৃত ঈমান আলীর ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার (২৫মে) দুপুরে বনপাড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী হানিফ পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত অবস্থায় বারেক সরদারকে (৬০) নামে এক ট্রাক চালককে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসময় আহত ৫ যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top