রাজশাহী শনিবার, ৩০শে আগস্ট ২০২৫, ১৬ই ভাদ্র ১৪৩২


ভুট্টাবোঝাই ট্রাক উল্টে প্রাণ গেল চালকের


প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২২ ২১:৫২

আপডেট:
৩০ আগস্ট ২০২৫ ২৩:১৮

প্রতীকী ছবি

নাটোরের সিংড়ায় ভুট্টাবোঝাই ট্রাক উল্টে আবু সাঈদ (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন।

বুধবার (২৭ এপ্রিল) সকাল ৮টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাওনুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু সাঈদ ঝিনাইদহ মোল্লাপাড়া হামদপূর্ব পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

ওসি রেজাওনুর জানান, পঞ্চগড় থেকে ভুট্টাবোঝাই এক ট্রাক ঈশ্বরদী যাচ্ছিল। বুধবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা এলাকায় পৌঁছালে সামনের এক চাকা ফেটে যায়। এসময় ট্রাকটি উল্টে চালকের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্যু হয়।

তিনি আরও জানান, চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছে পুলিশ।

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top