রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


গুরুদাসপুরে মাটিবাহী ট্রাক্টর চাপায় পথচারী নিহত


প্রকাশিত:
২৬ মার্চ ২০২২ ০০:৩৭

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০২:০১

ছবি: রাজশাহী পোস্ট

নাটোরের গুরুদাসপুরে মাটিবাহী ট্রাক্টর চাপায় শাকিল আহমেদ নামে এক পথচারী নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার খোয়ারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল উপজেলার গাড়িষা পাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে একটি মাটিবাহী ট্রাক্টর চাঁচকৈড় খোয়ারপাড়া দশরতের ইট ভাটায় মাটি বহন করে নিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত পথচারী শাকিলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়। পুলিশ ট্রাক্টর টি আটক করে থানায় নিয়ে গেছে। তবে এর চালককে আটক করতে পারেনি। চালককে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top