রাজশাহী মঙ্গলবার, ৩০শে মে ২০২৩, ১৬ই জ্যৈষ্ঠ ১৪৩০


নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু


প্রকাশিত:
২০ মার্চ ২০২২ ১৩:৩২

আপডেট:
৩০ মে ২০২৩ ০১:৩৯

প্রতীকী ছবি

নাটোরের সিংড়ায় টিউবওয়েলের পাইপ বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় দিকে উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের ডাহিয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।

ডাহিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন সত্যতা নিশ্চিত করেছেন।

শরিফুল ইসলাম সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার দিঘলিয়া গ্রামের মৃত নূর মোহাম্মদ মোল্লার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান সিরাজুল মজিদ জানান, শনিবার সন্ধ্যার দিকে উপজেলার ডাহিয়া বাজারে টিউবওয়েল বোরিং করছিলেন। এসময় শরিফুল ইসলাম টিউবওয়েলের পাইপের সঙ্গে বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top