রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


গুরুদাসপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন অফিসের ভিত্তিপ্রস্থর স্থাপন


প্রকাশিত:
৯ ফেব্রুয়ারি ২০২২ ০৪:৩৬

আপডেট:
৯ ফেব্রুয়ারি ২০২২ ০৪:৩৭

ছবি: ভিত্তিপ্রস্থর স্থাপন

নাটোরের গুরুদাসপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার পরিষদ চত্বরের জনস্বাস্থ্য অধিদপ্তরের নব-নির্মিত প্রস্তাবনা জায়গায় এই ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই ভিত্তি প্রস্থরের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেল, নির্বাহী প্রকৌশলী আলমগীর মিয়া, সহকারী প্রকৌশলী মিনহাজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ছালমা খাতুন প্রমুখ।

উল্লেখ্য, চারতলা ফাউন্ডেশনের একতলা ভবন নির্মাণের কাজটি পেয়েছেন নাটোরের মেসার্স এম এস এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। মোট ব্যয় ধরা হয়েছে ৩৫ লাখ টাকা।

 

 

 

আরপি/এসআর-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top