রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের


প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২২ ০২:২২

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৩:০৭

ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় যাত্রীবাহী বাস ও একটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক রাসেল আহমেদ (৩১) নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার বাঁশের ব্রীজ এলাকায় এই দুঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক পার্শ্ববর্তী নন্দীগ্রাম থানার দাঁতমানিকা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও রনবাঘা বাজারের ভাই ভাই ফার্মেসীর স্বত্বাধিকারী বলে জানা গেছে।

এদিকে ঘটনার পর সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় থেকে বসুন্ধরা পরিবহনের বাসটি চালক রেজাউল ইসলামকেসহ আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মো. রেজওয়ানুল ইসলাম জানান, সকালে নিহত যুবক মোটরসাইকেল নিয়ে সিংড়া থেকে নিজ কর্মস্থল রনবাঘা বাজারের দিকে ফিরছিলেন।

বাঁশের ব্রীজ এলাকায় নাটোরগামী বসুন্ধরা পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব ১৩-০৯৬৩) সঙ্গে মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক রাসেল আহমেদ ঘটনাস্থলে প্রাণ হারান।

 

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top