রাজশাহী মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তরের আলোচনা সভা


প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২১ ০৮:১২

আপডেট:
১৯ আগস্ট ২০২৫ ০২:০৬

ফাইল ছবি

নাটোরের গুরুদাসপুরে পরিযায়ী পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা মুলক সভা করেছে রাজশাহী বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃত সংরক্ষণ বিভাগ। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.জিল্লুর রহমান ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.আবু রাসেল, বণ্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, ওয়ারলাইফ রেঞ্জার হেলিম রায়হান, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি আনিসুর রহমান, দৈনিক যুগান্তরের প্রতিনিধি দিল মোহাম্মদ, গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মো.মাজেম আলী মলিন, অধ্যক্ষ সাইদুল ইসলাম, প্রভাষক নাসরিন সুলতানা, ডা.সঞ্চিতা রাণী, জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়াবিদ পলান ঘোষ, সোহেল রানাসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষক,পরিবেশকর্মীসহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তারা পরিযায়ী পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান।

আরপি/ এমএএইচ-০৮

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top