গুরুদাসপুরে ভুটভুটির ধাক্কায় বৃদ্ধা ভ্যান যাত্রীর মৃত্যু

ফাইল ছবি
নাটোরের গুরুদাসপুরে অবৈধ ভুটভুটির ধাক্কায় ছাবিরন (৬৭) নামের এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলায় নয়াবাজার বিশ্বরোডের আড়মারিয়া ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় ওই বৃদ্ধার মৃত্যু হয়। নিহত ছাবিরন বেগম চড়কাদহ গ্রামের মৃত কাসেম আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নয়াবাজার বিশ্বরোড দিয়ে ভ্যান যোগে ওই বৃদ্ধা পাশ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার মাড়িয়া গ্রামে তার ভাইয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পতিমধ্যে গুরুদাসপুর উপজেলার নয়াবাজার বিশ্বরোডের আড়মারিয়া ব্রীজ এলাকায় পৌছালে পিছন থেকে অবৈধ ভুটভুটি গাড়ি যাত্রীবাহী ভ্যানটিকে স্বজোরে ধাক্কা দেয়।
এতে ওই বৃদ্ধা পাঁকা রাস্তায় পড়ে গিয়ে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কতব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করেন। এম্বুলেন্সে উঠানোর পরই বৃদ্ধার মৃত্যু হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ঘটনাটি হাইওয়ে থানার আওতায়। তাই হাইওয়ে থানাই প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
আরপি/ এমএএইচ-১৫
আপনার মূল্যবান মতামত দিন: