নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই শুরু

প্রায় ৮৬ কোটি টাকার ঋণসহ ১০৮ কোটি টাকা লোকসান নিয়ে ২০২১-২০২২ মাড়াই মৌসুমে নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই শুরু হয়েছে।
শুক্রবার বিকেলে মিলের সুগার কেইনে আখ নিক্ষেপের মধ্যদিয়ে আখ মাড়াইয়ের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এসময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) আরিফুর রহমান অপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার, অত্র মিলের মহাব্যবস্থাপক হুমায়ন কবির প্রমূখ।
মিল সূত্রে জানা যায়, এবার ২০২১-২০২২ মাড়াই মৌসুমে নর্থ বেঙ্গল সুগার মিলে ১ লাখ ৯৪ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও ১লাখ ৩ হাজার মেট্রিক টনের বেশি আখ মাড়াই অনিশ্চিত হয়ে পড়েছে। সুগার মিলের নিজস্ব ৪ হাজার ৮শ' একর জমির মধ্যে ২ হাজার ৫শ একর জমিতে আখ চাষ হয়েছে। শতকরা ৭ শতাংশ হারে ৬৮ দিনে চিনি উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে ১২ হাজার ৪শ মেট্রিক টন।
অন্যদিকে, লোকসানের মুখে দেশের ছয়টি সুগারমিল বন্ধ হলেও এখনো সচল রয়েছে নর্থ বেঙ্গল সুগার মিল। তবে টানা কয়েকটি মাড়াই মৌসুমে এই মিলটি লোকসান গুনেছে।
আরপি/ এমএএইচ-১৬
আপনার মূল্যবান মতামত দিন: