রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


পরকিয়ার অভিযোগে যুবদল নেতাকে গণপিটুনি


প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২১ ০১:০৫

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ০৭:০৬

ফাইল ছবি

নাটোরের লালপুরে পরকিয়ার অভিযোগে গোপালপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কমিশনার ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবু সাঈদকে (৪৫) গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার রাতে পৌরসভা এলাকার মহিষাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। সাঈদ গোপালপুর বাজারের মৃত আমজাদ হোসেন নান্নু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, মহিষাখোলা গ্রামের এক গৃহবধূর সাথে দীর্ঘদিন ধরে পরকিয়া করে আসছেন আবু সাঈদ। মঙ্গলবার রাতে অসামাজিক কার্যকালাপে লিপ্তের সময় তাকে হাতে-নাতে আটক করে। ঘটনাস্থলেই ওই যুবদল নেতাকে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে সমঝোতা করে এবং স্ট্যাম্পে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

এবিষয়ে গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম বলেন, এই পৌরসভার কমিশনার আবু সাঈদ যে ঘটনা ঘটিয়েছে বিষয়টি খুবই দুঃখজনক।

গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্তজা লিলি বলেন, কমিশনার আবু সাঈদের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।

তবে অভিযুক্ত পৌর কমিশনার আবু সাঈদ বলেন, আমাকে ষড়যন্ত্রমূলক ভাবে মারপিট করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ফজলুর রহমান বলেন, এবিষয়ে আমি অবগত নয়, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top