রাজশাহী বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় উঠান বৈঠক


প্রকাশিত:
৯ নভেম্বর ২০২১ ০৯:৫৪

আপডেট:
৯ মে ২০২৪ ২৩:০৮

ছবি: প্রতিনিধি

চলনবিলর জীববৈচিত্র্য ও পাখি শিকার বন্ধে উঠান বৈঠক করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সুশিল সমাজের ব্যক্তিবর্গের সাথে ওই মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মো. শওকত রানা লাবু, গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম মিঠু, বিশিষ্ট ক্রীড়াবিদ মিজানুর রহমানসহ আরো অনেকে।

এসময় ইউএনও মো.তমাল হোসেন বলেন, চলনবিলের জীববৈচিত্র্য ও পাখি শিকার বন্ধে উপজেলা প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে।

তারই ধারাবাহিকতায় প্রতিটি ইউনিয়নে উঠান বৈঠকের মাধ্যমে পাখি শিকার ও জীববৈচিত্র্য রক্ষায় সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। এছাড়াও প্রতিদিন উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে।

 

আরপি/ এমএএইচ-১৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top