রাজশাহী শনিবার, ১০ই জুন ২০২৩, ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩০


লালপুরে অতিরিক্ত মদ্যপানে ইউপি সদস্যের মৃত্যু!


প্রকাশিত:
৭ নভেম্বর ২০২১ ০২:৫৯

আপডেট:
১০ জুন ২০২৩ ০১:০৯

ছবি: মতিউর রহমান মতি

নাটোরের লালপুরে মতিউর রহমান মতি (৫০) নামের এক ইউপি সদস্যর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মতি উপজেলার দুয়ারিয়া ইউপি’র ৫নং ওয়ার্ডের সদস্য ও এরশাদনগরের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি উপজেলা সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

শনিবার (৬ নভেম্বর) সকালে দুয়ারিয়া ইউপি’র মাঝগ্রাম রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা মাঝগ্রামের রাস্তার পাশে সাদা রং এর শার্ট ও কালো প্যান্ট পড়া অবস্থায় মতিউরের লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকরতা (ওসি) ফজলুর রহমান বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অতিরিক্ত মদ্য পানের কারণের তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলে জানান তিনি।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top