রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


লালপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক হস্তান্তর


প্রকাশিত:
৭ নভেম্বর ২০২১ ০৮:৪০

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৫৭

ছবি: উপকারভোগীদের মাঝে চেক হস্তান্তর করেন সাংসদ শহিদুল ইসলাম বকুল

নাটোরের লালপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও তহবিল থেকে ইস্যুকৃত চেক প্রাপকের নিকট হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে চেক হস্তান্তর করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু। এ সময় ১৬ জন অসুস্থ রোগীর মাঝে মোট ৭ লাখ ১০ হাজার টাকা প্রদান করা হয়।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top