রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


লালপুরে ৪ দফা দাবীতে আখচাষী সমিতির মানববন্ধন


প্রকাশিত:
২২ অক্টোবর ২০২১ ০৬:২৩

আপডেট:
২২ অক্টোবর ২০২১ ০৬:৪০

ছবি: মানববন্ধন

নাটোরের লালপুরে ৪ দফা দাবীতে মানববন্ধন করেছে উত্তরবঙ্গ চিনিকল আখ চাষী সমিতি।বৃহস্পতিবার নর্থ বেঙ্গল সুগার মিলের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উত্তরবঙ্গ চিনিকল আখ চাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন লালপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদক ইসাহাক আলী, আখচাষী সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাওলানা নাঈম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান, নবেসুমি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুর রব, আখচাষী সমিতির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সহসাধারণ সম্পাদক আঃ সামাদ, শ্রমিক কর্মচারী ফেডারেশন নবেসুমি শাখার সভাপতি আবুল কালাম আজাদ, আখচাষী নেতা কার্তিক চন্দ্র প্রমুখ।

উল্লেখ্য, দাবিগুলো হলো, ১০ ডিসেম্বরের পরিবর্তে ১৯ শে নভেম্বর সুগার মিল চালু করতে হবে, বাজার মূল্যের সাথে সংগতি রেখে আখের দাম মন প্রতি ২০০ টাকা করতে হবে, কোন মিল বন্ধ নয়, আধুনিকরন করতে হবে, বিশেষ করে নর্থ বেঙ্গল সুগার মিলস্ বন্ধ করা যাবে না। আখ মাড়াই অর্ডিনেন্স বাতিল করতে হবে।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top