রাজশাহী মঙ্গলবার, ২০শে জানুয়ারী ২০২৬, ৭ই মাঘ ১৪৩২


লালপুরে অবৈধভাবে আখ মাড়াই করায় পাওয়ার ক্রাশার জব্দ


প্রকাশিত:
২২ অক্টোবর ২০২১ ০৬:১৮

আপডেট:
২০ জানুয়ারী ২০২৬ ০০:২৪

ছবি: জব্দকৃত পাওয়ার ক্রাশার

নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় অবৈধভাবে আখ মাড়াই এর কাজে ব্যবহৃত ৪টি পাওয়ার ক্রাশার (যন্ত্রচালিত আখমাড়াই কল) জব্দ করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার আব্দুলপুর ও কেশবপুর গ্রামে অভিযান চালিয়ে বসির উদ্দিন, হাফিজুর রহমান, জাহাঙ্গীর ও হাবিবুর রহমানের বাড়ি থেকে পাওয়ার ক্রাশার ৪টি জব্দ করা হয়।

জানা যায়, নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় অবৈধভাবে পাওয়ার ক্রাশারে আখমাড়াই বন্ধে বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে মিলের কর্মকর্তা এবং পুলিশসহ একটি দল অভিযানে বের হয়। এসময় আব্দুলপুর ও কেশবপুর গ্রামে পাওয়ার ক্রাশারে আখমাড়াই চলাকালে ৪টি পাওয়ার ক্রাশার জব্দসহ গুড় তৈরীর অন্যান্য উপকরণ ধ্বংস করা হয়।

নর্থ বেঙ্গল সুগার মিলের মহাব্যবস্থাপক (কৃষি) মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এই সময়ে অপরিপক্ক আখমাড়াই করা হলে কৃষক নিজে যেমন ক্ষতিগ্রস্থ হবেন। তেমনি দেশেরও ক্ষতি। আবার আখ অভাবে চিনিকলের লক্ষমাত্রা অর্জনও ব্যহত হবে।

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top