নাটোরে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

নাটোরের লালপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (২৮) এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনের অদূরে শোভ নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার শোভ এলাকার রেলওয়ে ব্রীজের উপর নাটোর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন ওই পথচারীকে ধাক্কা দিলে তিনি ব্রীজের নিচে পড়ে মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের মাষ্টার ইমদাদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। তবে তার নাম ঠিকানা পাওয়া যায়নি।
আরপি/এসআর-২০
আপনার মূল্যবান মতামত দিন: