নাটোর
বাগাতিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর
নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় মোমেনা বেগম (৫০) নামে পথচারী এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার সোনাপুর-চাঁনপুর সড়কের ডুমরাই মাস্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চালক মোটরসাইকেলটি দুর্ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান। নিহত মোমেনা বেগম ডুমরাই মাস্টারপাড়ার আহাদ আলীর স্ত্রী।
বাগাতিপাড়া থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোমেনা বেগম সড়ক পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল সামনে থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এসময় চালক মোটরসাইকেলটি ফেলে রেখে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শী হানিফ নামের এক পথচারী জানান, মোটরসাইকেলের নম্বর প্লেটে গুরুদাসপুর পৌরসভা লেখা রয়েছে। বাগাতিপাড়া থানার ওসি আব্দুল মতিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
আরপি/এসআর
বিষয়: বাগাতিপাড়া নাটোর নিহত
আপনার মূল্যবান মতামত দিন: