রাজশাহী শনিবার, ১০ই জুন ২০২৩, ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩০


বনপাড়া হাইওয়ে থানার উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ


প্রকাশিত:
৯ জুন ২০২১ ২০:৪৮

আপডেট:
১০ জুন ২০২৩ ০০:৪৯

ছবি: প্রতিনিধি

নাটোরের বনপাড়া হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কোভিড-১৯ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূলকরণে জনসচেতনামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। “মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে বুধবার উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক এবং নাটোর-খুলনা মহাসড়কে চলাচলরত যানবাহনের যাত্রী, চালক ও হেলপারদের মাঝে এক হাজার মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

এ সময় বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলামের সভাপতিত্বে সচেতনতা মুলক সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের বগুড়া অঞ্চলের পুলিশ সুপার মুন্সী শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার রায়হান হোসেন, উপজেলা বাস মালিক সমিতির সভাপতি প্রভাষক আব্দুল করিম ও উপজেলা শ্রমিকলীগের সমিতির সভাপতি মোস্তফা ব্যাপারী।

সভার প্রধান অতিথি বলেন, দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এর প্রতিরোধে ঘরের বাইরে গেলে মুখে মাস্ক ব্যবহার, হাঁচি-কাঁশির সময় মুখে টিস্যু বা রুমাল ব্যবহার এবং জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top