রাজশাহী শনিবার, ৩০শে আগস্ট ২০২৫, ১৬ই ভাদ্র ১৪৩২


নাটোরে বাসচাপায় স্কুল শিক্ষকসহ নিহত ২


প্রকাশিত:
৮ মে ২০২১ ১৮:২০

আপডেট:
৮ মে ২০২১ ১৮:২১

ছবি: সংগৃহীত

নাটোর শহরের জজ কোর্ট এলাকায় বাসচাপায় এক স্কুলশিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলশিক্ষক শিক্ষকের নাম অসিত কর্মকার। তিনি সিংড়া উপজেলার হাতিয়ান্দহ এলাকার অনিল কর্মকারের ছেলে। নিহত আরেকজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নাটোর থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, সকাল ৬টার দিকে বগুড়া থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নাটোর শহরের জজ কোর্ট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে প্রাতঃভ্রমণে বের হওয়া ওই স্কুলশিক্ষক ও পথচারী গুরুতর আহত হন।

পরে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে জেলা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তাদের মৃত্যু হয়।

আরপি / এমবি-১০


বিষয়: নাটোর


আপনার মূল্যবান মতামত দিন:

Top