রাজশাহী শনিবার, ১০ই জুন ২০২৩, ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩০


বড়াইগ্রামে প্রথম বারের মত ঈদ উপহার পেলেন ইমাম-মুয়াজ্জিনরা


প্রকাশিত:
৬ মে ২০২১ ২৩:১৯

আপডেট:
১০ জুন ২০২৩ ০০:৩৫

ছবি: প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় প্রথম বারের মত ঈদ উপহার পেলেন বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা।

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পৌর তহবিল থেকে ৪৪ জন ইমাম, ৪৩ জন মুয়াজ্জিন ও দুজন খাদেমকে উপহার হিসাবে নগদ ৮০ হাজার টাকা ও করোনা মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

এ উপলক্ষ্যে পৌর মিলনায়তনে মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি পুত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন। সভায় সচিব জালাল উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে প্যানেল মেয়র ফজলুর হক ফজের, ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, আতোয়ার রহমান লিটন ও জাহিদুল ইসলাম এবং বড়াইগ্রাম পৌর ইমাম কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা আহমদুল্লাহ বক্তব্য রাখেন।


 

 

 

আরপি/এসআর-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top