রাজশাহী রবিবার, ১লা অক্টোবর ২০২৩, ১৭ই আশ্বিন ১৪৩০


নাটোরে ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু,আহত ৪


প্রকাশিত:
২ মে ২০২১ ০৫:২৭

আপডেট:
১ অক্টোবর ২০২৩ ২২:৩২

প্রতিকী ছবি

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী ভ্যানে ট্রাকের ধাক্কায় আবু হানিফ প্রামাণিক (৩৫) নামে এক টিউবওয়েল মিস্ত্রী নিহত ও আরো চারজন আহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের আহম্মেদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফ নাটোর সদর উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের মৃত গোলাপ প্রামাণিকের ছেলে। নিহত ও আহতরা সবাই আহম্মেদপুর এলাকায় টিউবওয়েল স্থাপনের কাজে আসছিলেন বলে জানা গেছে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, শনিবার সকালে আহম্মেদপুর এলাকায় যাত্রীবাহি ভ্যানের এক্সেল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝখানে চলে আসে। এ সময় নাটোরগামী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে আবু হানিফ ঘটনাস্থলেই নিহত ও ভ্যানের চালকসহ আরো চারজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকের চালক হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top