চিকিৎসার অর্থ যোগাড়ে ব্যর্থ হয়ে কৃষকের আত্মহত্যা

চিকিৎসার অর্থ যোগাড়ে ব্যর্থ হয়ে নাটোরের লালপুরে গলায় ফাঁস লাগিয়ে মোতালেব হোসেন (৫৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছে। সে লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের সাধুপাড়া গ্রামের মৃত হাসমত আলীর বড় ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছর ধরে নানা জটিল অসুখে ভুগছিলেন কৃষক মোতালেব হোসেন। দরিদ্র কৃষক গত কিছুদিন ধরে অনেকের দ্বারে দ্বারে গিয়ে চিকিৎসার জন্য অর্থ সাহায্য চেয়েছেন। কিন্তু অর্থের যোগাড় হয়নি। তাই মন কষ্টে আজ শনিবার (২৪ এপ্রিল) বেলা ১২ টার দিকে নিজ ঘরের দরজা বন্ধ করে ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এলাকাবাসি ও পরিবারের লোকজন এসে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরপি/ এসআই
বিষয়: নাটোর লালপুর কৃষকের আত্মহত্যা
আপনার মূল্যবান মতামত দিন: