রাজশাহী সোমবার, ৬ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


নিবন্ধনের মাধ্যমে ধামইরহাটে করোনার টিকাদান


প্রকাশিত:
৮ ফেব্রুয়ারি ২০২১ ০২:২৩

আপডেট:
৬ মে ২০২৪ ০৭:৫১

টিকাদান

সারাদেশের মত ধামইরহাট উপজেলায় করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সকাল ১১টায় ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্ল্রেক্সে টিকাদান কার্যক্রম শুরু হয় । সকালে করোনার টিকাদান কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায় নিজে টিকা নিয়ে টিকাদান কর্মসূচির উদ্ধোধন করেন।

এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. স্বপন কুমার বিশ্বাস, ওসি আবদুল মোমিন, বিজিবির কয়েকজন কর্মকর্তাসহ অনেকেই করোনার টিকা নিতে দেখা গেছে। তবে দুপুর পর্যন্ত ৪ শত ৪ জন করোনা টিকাদান কর্মসূচিতে নিবন্ধিত হয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্ল্রেক্স এ প্রতিবেদককে নিশ্চিত করেন।

টিকাদান কার্যক্রমে নবনির্বাচিত পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান, মো. সোহেল রানা, স্থানীয় সাংবাদিক, সাস্থ্য কর্মীসহ আরো অনেকেই এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা সাস্থ্য কর্মকর্তা ড. স্বপন কুমার বিশ্বাস জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে। একটা টিমে দুই জন টিকাদান কর্মি এবং চার জন স্বেচ্ছাসেবী। বর্তামান টিকাদান কর্মী সবায় সিনিয়র স্টাফ নাস।

ড. স্বপন কুমার বিশ্বাস আরও জানান, তিনটি টিকাদান কেন্দ্রের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। টিকাদান কর্মী ৬ ও ভলেন্টিয়ারসহ ২৪ জন। আটটি ইউনিয়নে আটটি প্রশিক্ষণ টিম রয়েছে। প্রতিটিমে ৬ জন করে মোট ৪৮ জন নিয়মিত কাজ করছেন। উপজেলায় প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত সর্বমোট ২ হাজার ৯শ ৮৪ ডোজ দুই ধাপে টিকা দেওয়া হবে।

আরপি / এমবি-৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top