রাজশাহী মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫, ২৫শে ভাদ্র ১৪৩২


রুয়েটে ছাত্রলীগ নেতা আটক


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:২০

আপডেট:
৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩৬

আটক ছাত্রলীগ নেতা
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করা হয়। 
 
আটক ওই শিক্ষার্থীর নাম শেখ সাজ্জাদ হোসাইন সাঈদ। তিনি রুয়েট শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
 
সাজ্জাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার, হলে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন, হুমকি প্রদান এবং গত জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।
 
শিক্ষার্থীরা জানান, কোনোভাবেই তারা ছাত্রলীগের সন্ত্রাসীদের ক্যাম্পাসে পুনর্বাসন করতে দেবেন না। তাদের মদদদাতাদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
 
মতিহার থানার ওসি আবদুল মালেক বলেন, শেখ সাজ্জাদ হোসাইন ক্লাস করতে রুয়েটে গেলে শিক্ষার্থীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
 
আরপি/এএ


আপনার মূল্যবান মতামত দিন:

Top