রাণীনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নওগাঁর রাণীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী ফুটবল খেলোয়ারদের খুজে বের করে আনার প্রত্যয় নিয়ে সারা দেশে উপজেলা পর্যায়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
রবিবার সকালে শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠে উপজেলার ৮টি ইউনিয়নের দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, যুব কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়সহ সকল ইউপি চেয়ারম্যান প্রমুখ।
উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী খেলায় সদর ইউনিয়ন পরিষদ দল ৩-০ গোলে বড়গাছা ইউনিয়ন পরিষদ দলকে হারিয়ে বিজয়ী হয়। এছাড়াও দিনের অন্য সময়ে আরো ৩টি খেলা অনুষ্ঠিত হয়। আগামী ৩১ মে টুর্নামেন্টের চ’ড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।
আরপি/এসআর-০৩
আপনার মূল্যবান মতামত দিন: