চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাচন: নৌকার পক্ষে সুন্দরপুরে ছাত্রলীগের প্রচারণা
আগামী পরশু ১৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে নৌকার প্রার্থীর পক্ষে সুন্দরপুর ইউনিয়নে প্রচারণা চালিয়েছে ছাত্রলীগ। আজ শনিবার ইউনিয়নের মরাপাগলা ও ফাটাপাড়া এলাকায় দিনব্যাপী এ প্রচারণা চালায় তারা।
প্রচারণার সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক মো. নয়ন আলী, উপজেলা ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. সামিউল ইসলাম, সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. কাজল আলী। এছাড়া এলাকার বিভিন্ন আ.লীগ সমর্থক উপস্থিত ছিলেন।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে লড়ছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তার বিজয় সুনিশ্চিত বলে দাবি করছেন প্রচারণায় যোগ দেয়া ছাত্রলীগ নেতৃবৃন্দ।
জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক মো. নয়ন আলী বলেন, নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত। নৌকার বিজয় নিয়েই তারা ঘরে ফিরবেন বলে জানিয়েছেন।
অন্যদিকে একই পদে লড়ছেন বিএনপির প্রার্থী তসিকুল ইসলাম তসি ও স্বতন্ত্র প্রার্থী মো. জিয়াউর রহমান তোতা।
আরপি/এসআর
আপনার মূল্যবান মতামত দিন: